প্রকাশিত: Wed, Mar 13, 2024 1:14 PM
আপডেট: Mon, Apr 28, 2025 6:37 PM

[১]ধর্মের বিরুদ্ধে বক্তব্যে সর্বোচ্চ শাস্তি চায় হাইকোর্ট

আদালত প্রতিবেদক: [২] মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

[৩] মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে বেঞ্চ এ মতামত দেন।

[৪] এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন বলেন, ধর্মীয় অবমাননার বিষয়ে আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এ বিষয়ে দণ্ডের কোনো বিধান নেই, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ অজামিনযোগ্য আইন প্রণনয়নের জানান হাইকোর্ট।

[৫] কুষ্টিয়ার একটি ধর্মীয় অবমাননার মামলার জামিন শুনানিতে এসব মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ।সম্পাদনা: সমর চক্রবর্তী